বান্দরবানে অবৈধভাবে আনা গরু আটক

বান্দরবানের আলীকদমের পোয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১৭ টি গরু আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

বুধবার (১৫ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাটালিয়ন -৫৭ বিজিবি।

বিজিবি’র সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে চোরাকারবারিরা গরু আনার সংবাদ পেয়ে মিরিংচর এলাকায় অভিযান চালিয়ে ১৭ টি মায়ানমারের গরু আটক করা হয়। এসময় চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি বলে জানায় বিজিবি।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, আটক করা ১৭টি গরু বান্দরবান শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।