বান্দরবানে ২শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও পেট্রোলয়াম জেলি বিতরণ করেছেন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)।
শনিবার (৩০ ডিসেম্বর) বান্দরবান সদরের জামছড়ি ইউপির থোয়াইংগ্যা পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন জামছড়ি ইউপির থোয়াইংগ্যা ওপরের পাড়া, নিচের পাড়া, মিঞ্জিরি পাড়া ও চড়ুই পাড়ার ২শ জন শীতার্তদের মাঝে কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির ছাত্র কল্যাণ উপদেষ্টা কমিটি ইউএসটিসির উপদেষ্টা ড. মাইকেল দত্ত, সহকারী উপদেষ্টা মো. রবিউল আলম, আইকিউএসির ডিরেক্টর ড.অনিন্দ্য কুমার নাথ, সহকারী প্রক্টর এটিএম ইউছুফ, তপু বিশ্বাস ও শিক্ষার্থীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।