বান্দরবানে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানে ক্যসিং থোয়াই মারমা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড লম্বাঘোনা পাড়ার বাসিন্দা লুসাই মারমার ছেলে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে নিজ বাড়ীতে সিলিং ফ্যান এর সাথে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এবং পরিবারিক সূত্রে জানা যায়, ক্যসিং থোয়াই মারমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও বিপর্যস্ত থাকার কারণে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে নিজ বাড়ীতে আত্মহত্যা করেছে।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মারমা জানান, ক্যসিং থোয়াই মারমা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে নিজ বাড়ীতে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।