বান্দরবানে ২০ রোহিঙ্গা নাগরিকে আটক করেছে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বান্দরবান সদরস্থ ট্রাফিক মোড় এলাকার পর্বত হোটেলে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো-নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০),রুহুল আমিন( ২২),সিদ্দিক ( ২১) আরাফাত (২০),সালাম (২৫), রিফান (১৬) হাকিম (৩০), আলিম উল্লাহ(২৬), আলম (৩০),জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬), আহমুদুল (৫২),
সবাই কক্সবাজার উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ,সি ও ই ব্লকের বাসিন্দা।
আটকদের মধ্যে মো.ইউছুফ বলেন, মিয়ানমারের হ্লাছিদং এলাকায় তার জন্ম। বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসীন্দা।
বান্দরবানের ফজল করিম মাঝি নামে এক ব্যাক্তি ওই ক্যাম্পের ২০ জন মিয়ানমার নাগরিকে কাজের কথা বলে বান্দরবানে পর্বত হোটেলে নিয়ে আসেন। পরে পুলিশ তাদের আটক করে।
এক প্রশ্নের জবাবে ইউনুছ বলেন, কাজের কথা বললে ক্যাম্প থেকে বাইরে আসতে দেয় ক্যাম্প সিকিউরিটিরা। এর আগেও কক্সবাজারের বিভিন্ন জায়গায় কাজ করে আবার ক্যাম্পে ফিরে গিয়েছিলেন। তবে এবার বান্দরবান এসে পুলিশ তাদের আটক করে ফেলেন।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) আটক করা হয়। এছাড়া জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।