বান্দরবানে চোলাই মদ ও সিএনজিসহ মাদক কারবারিকে আটক করেছে বান্দরবান থানা পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলার সুয়ালক মাঝের পাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।
আটক এনামুল হক (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদা ইউপির রুয়াজির পাড়া এলাকার শামশুল আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আব্দুস শুক্কুর ও এ এস আই আহসান হাবিবসহ সঙ্গীয়রা অভিযান পরিচালনা করে।এসময় দ্রুত গামি সিএনজিকে ধাওয়া করে গাড়ির ড্রাইভার ও আরেক সহযোগী পালিয়ে গেলেও সিএনজির পেছনেরছিটে বসা মাদক কারবারি এনামুল হককে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
মন্তব্য নেওয়া বন্ধ।