বান্দরবানে জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সম্পাদক সাদ্দাম

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অংছাইং উ মারমা (পুলু) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেয়েছেন মো. সাদ্দাম হোসেন মানিক। জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) বিকেলে রাজার মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সন্ধ‍্যার অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত‍্য জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

বান্দরবানে জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সম্পাদক সাদ্দাম 1

সাংসদ বীর বাহাদুর তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ‍্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আগামীতেও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও জনগণের সমর্থনে ক্ষমতায় গিয়ে উন্নয়নের ধারা অব‍্যাহত রাখবে। এজন‍্য দলে ঐক‍্য বজায় রাখতে হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এদেশের সকল আন্দোলন সংগ্রামের সাথে ছাত্রলীগের নাম মিশে আছে। তাই কোনো ধরনের অন‍্যায় ও অপরাধকে ছাত্রলীগ ছাড় দিবে না। গঠনমূলক রাজনীতি করার জন‍্য তিনি আহ্বান জানান।

প্রধান বক্তা লেখক ভট্টাচার্য বলেন, গৌরবময় ছাত্রলীগ আগামীতেও সকল গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সাথে ছিল, আগামীতেও সে ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান।

সম্মেলনে জেলার সাত উপজেলা, দুই পৌরসভা এবং ৩৪ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।