বান্দরবানের লামায় বালতির পানিতে পড়ে রাইসা মনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড লামামুখে এই ঘটনা ঘটে।
নিহত রাইসা মনি লামা পৌর এলাকার মো. রফিক সরকারের মেয়ে।
নিহত শিশুর পিতা মো. রফিক সরকার জানান, তার স্ত্রী জয়নাব বেগম রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তার অগোচরে বাড়ির ওয়াসরুমে পানি ভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায় রাইসা। পরে খুঁজতে গিয়ে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।পরে দুপুরে বান্দরবান লামা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।