বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে বিদেশি ২৬ বোতল মদসহ নাছির উদ্দিন এবং ৩০ বোতল বিদেশী মদ ও তিন হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো: মামুন (১৫) নামে এক পাচারকারী আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগার টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের টিম গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ২৬টি বিদেশি মদের বোতলসহ নাছির উদ্দিনকে আটক করে। নাছির মহেশখালির বারঘরপাড়ার শফি আলমের ছেলে।
এর আগে মঙ্গলবার মামুন নামের এক মাদক কারবারিকে ৩০ বোতল বিদেশি মদ ও ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। মামুন কক্সবাজার উখিয়া উপজেলার হাতিয়াঘোনা এলকার মো. খোরশেদ আলমের ছেলে।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি ) টান্টু সাহা বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।