বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১’শ কার্টুন বিদেশি সিগারেটসহ দুইজন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী অটোরিকশা গাড়ি তাল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ফকিরপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুছ (৩৯) উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের আবু জাফরের ছেলে মো. সেলিম ( ২৫)।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহাজান বলেন, আটক দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মন্তব্য নেওয়া বন্ধ।