বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ৩০ শতাংশ ছাড়

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। বুধবার (২৭সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে বর্ণাঢ্য র‍্যালি শেষে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে বান্দরবানে ১১টি জাতিসত্তার লোকজনসহ পাহাড়ি-বাঙালি নিজস্ব পোষাক পরিচ্ছদ পরিধান করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে র‍্যালি শেষ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৬টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাজার মাঠ পর্যন্ত আন্ত-জেলা মিনি ম্যারাথন দৌঁড়ের আয়োজন করা হয়। এতে ৫৬ মিনিট সময়ে আবদুল্লা আল নোমান ও ক্যাহ্লাসিং মারমা দৌঁড়ে সম্পন্ন করলেও ক্যাহ্লাসিং মারমা প্রথমস্থান অধিকার করেন।

র‌্যালিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুললাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমী, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মারমা, প্রশাসনিক কর্মকর্তা উচি মং মারমাসহ, বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ৩০ শতাংশ ছাড় 1

এদিকে হোটেল আরণ্যের স্বত্তাধীকারী ও হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দীন বলেন, করোনা মহামারী, ভ্রমণে নিষেধাজ্ঞা ও বন্যায় দীর্ঘদিন ধরে পর্যটক শূণ্যতার পর এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সাপ্তাহিক সরকারি ছুটিতে টানা তিনদিনের বন্ধে ভালোই পর্যটকের সাড়া পেয়েছেন। আগামীকাল ২৮ সেপ্টেম্বরের জন্য তার হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং নিয়ে রেখেছে ভ্রমণপ্রত্যাশীরা। সব মিলিয়ে কিছুটা হলেও আগের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

এছাড়া দিবসটি উপলক্ষে আগত পর্যটকদের জন্য সকল হোটেল-মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ মূল্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে ভ্রমণে নিষেধাজ্ঞা ও বন্যার কারনে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার পর্যটন ব্যাবসায়ীরা। ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগত পর্যটকদের ভ্রমণ সুন্দর ও আনন্দময় করতে সকল হোটেল – কক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং নবরুপে সজ্জিত করা হয়েছে। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকল হোটেলে ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পার্যন্ত রুমভাড়া ৩০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগত পর্যটকেরা ভালোভাবে ভ্রমণ উপভোগ করতে পারবেন বলে প্রত্যাশা করেন তিনি।

বান্দরবান জোন ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আগের তুলনায় এখন পর্যটক আসা শুরু করেছেন। ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী, ২৯ ও ৩০ তারিখ শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ; সব মিলিয়ে মোট তিন দিনের টানা ছুটিতে ব্যবসায়ীরা আশা করছেন বান্দরবান ভ্রমণপ্রত্যাশীদের পদচারণায় মুখরিত হবে। ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও সাদা পোশাকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। বান্দরবান ভ্রমণে আগত পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি

মন্তব্য নেওয়া বন্ধ।