বান্দরবানের লামায় পারভীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত স্বামী নুরুল আবছারকে আটক করা হয়।
শুক্রবার (৩ জুন) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসার ঝিড়ি পাড়ার নিজ বাড়ীর পার্শ্ববর্তী মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।
গৃহবধূ পারভীন আক্তার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংসাঝিরি গ্রামের মো. নুরুল আবছারের স্ত্রী। তার তিন বছরের এক শিশু কন্যা সন্তান রয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন- বান্দরবান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, সকালে স্থানীয়রা খবর দিলে নিজ বাড়ীর পার্শ্ববর্তী মুরগির খামার থেকে গৃহবধূ পারভীন আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।