বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ অস্ত্রধারী কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে ২ জন সশস্ত্র কেএনএফ সদস্য নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে পোনে ছয়টায় লাশগুলো মর্গে নেয়া হয়। নিহতরা হলেন-শ্যারন পাড়ার বাসিন্দার লালনু বম এবং বেথানি পাড়া এলাকার থাংপুই বম। নিহতদের পরিচয় সনাক্ত করেছেন শ্যারণপাড়া গ্রাম প্রধান কার্বারী তলুয়াং থাং বম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের রুমা-থানচি সড়কের শ্যারন পাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জুয়েল ত্রিপুরা জানান, গুলিবিদ্ধ ২টি লাশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। সেগুলো মর্গে রাখা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।