বান্দরবানে ক্যসাইপ্রু মারমা ওরফে বিন (৩৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (২০ আগস্ট) দুপুরে শহরে ৫ নম্বর ওয়ার্ড উজানী পাড়া নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি ওই পাড়ার মৃত পালুমং মারমার ছেলে।
তিনি বান্দরবান সরকারি কলেজে অফিস সহায়ক কাজে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। ডাক্তার দেখানো পর কিছুটা স্বাভাবিক হয়ে উঠছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে পুরানো রোগে আবারও আক্রান্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েন। আজ দুপুরে পরিবারে লোকজন নিজ কক্ষে দরজা বন্ধ অবস্থা পায়, অনেক ডাকাডাকি করার পর তার সাড়া মিলেনি। পরে তার শয়নকক্ষে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে গলায় দড়ি পেঁচানো তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
বান্দরবান থানার উপ-পুলিশ পরিদর্শক সমীর ভট্টাচার্য বলেন, ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।