বান্দরবানে সেনা জোনের উদ্যোগে সুয়ালক ইউনিয়নের অন্তর্গত রেইচা এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে।
বুধবার ( ১৪ এপ্রিল ) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বান্দরবান সেনা জোনের উদ্যোগে সদর ইউনিয়নের অন্তর্গত রেইচা এলাকার জনসাধারণের মধ্যে সুপেয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পানি, খাবার পানি, পবিত্র মাহে রমজান ও বিজু উৎসব উদযাপনকে ত্বরান্বিত করতে বান্দরবান সেনা জোন কর্তৃক একটি মহান উদ্যোগ গ্রহণ করা হয়। সেনা জোনের উদ্যোগে পানিশূন্য এলাকায় সেনাবহরের একটি দল পানির ট্যাংক গাড়িতে করে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন ধরে ভুক্তভোগী জনসাধারণের দ্বারে দ্বারে প্রয়োজনীয় পানি পৌঁছে দিয়েছেন। সেনা জোনের এই জনহিতকর কার্যবলীকে সাধুবাদ জানিয়েছেন বান্দরবান জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।