বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে আমতলী এলাকা ও আলী বাজার এলাকায় সাড়ে নয়টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ওয়াইবট ম্রো ও ইংওয়াই ম্রো। ওয়াইবট ম্রোকে আমতলী পূর্বপালং পাড়া থেকে ১ হাজার ৩৯০টি ইয়াবাসহ ও ইং ওয়াই ম্রোকে আলী বাজার এলাকা থেকে ৯শ ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে আলীকদম জোন ৩১ বীরের সেনা সদস্যরা।
জানা গেছে, দুই মাদক ব্যবসায়ী পাচারের উদ্দেশ্য ইয়াবা ও গাঁজা নিয়ে আমতলী ও আলী বাজারে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকা গুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে আলীকদম সেনা জোন। পরে বিকাল সাড়ে তিনটায় মাদকসহ আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী ।
এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মাদক ব্যবসায়ীকে বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।