বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নের বড় পাথর পর্যটন কেন্দ্রের এলাকা থেকে বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুন) সন্ধ্যায় বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি নেতৃত্বে উপজেলার বড় পাথর পর্যটন কেন্দ্র এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় বিজিবির অভিযানে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী।বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’এর আওতায় সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে আসছে।
মন্তব্য নেওয়া বন্ধ।