বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় আগুন লেগে সাত দোকান ও পাঁচ বসতঘর আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪ টায় আলীকদম সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় আগুনের লাগে। আলীকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ শাহদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৪টায় হঠাৎ কোনো এক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক নজরুল ইসলাম বলেন, কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তিনিও জানেন না। তবে তার প্রায় পাঁচ লাখ টাকার অধিক মালামাল পুড়ে গেছে।
আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে সাত দোকান ও পাঁচ বসতঘর পুড়ে গেছে। সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক কমপক্ষে ৩০-৩৫ লাখ হতে পারে ।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, চাল, ডাল, তেল এবং হাড়ি-পাতিল, বালতি, মগ বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা করবেন বলে জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।