চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মাহবুব রহমান রুহেল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী রুহেলের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া।
রুহেল যখন মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন তখন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে শত শত নেতাকর্মী এবং সাধারণ জনতা ভিড় জমায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে তরুণ প্রজন্ম, পরিবেশ, মাদকমুক্ত স্মার্ট মিরসরাই গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রুহেল।
মন্তব্য নেওয়া বন্ধ।