বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেয়ে

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া রহিম তালুকদার বাড়ির আহমদ নবী (৪৫) মারা যান। বাবা আহমদ নবীর লাশ বাড়িতে রেখে সকাল ১০টায় মেয়ে রিপা আকতার এসএসসি পরীক্ষা কেন্দ্রে হাজির হন। আড়াই ঘণ্টার পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন রিফা। বেলা ১১টায় বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ রিপার বাবা আহমদ নবী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরীক্ষার আগেরদিন রাতে বাবার মৃত্যুতে বুকে পাথর চেপে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। নিয়তিকে মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে তাকে যেতে হয় পরীক্ষার হলে। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই দুপুর ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সে। রিপা রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিচ্ছে। আহমদ নবীর সংসারে চার ভাই-বোনের মধ্যে রিফা সবার বড়।

রিপার খালাতো বোন উর্মি আকতার বলেন, বাবার মৃত্যুতে রিপা মানসিকভাবে ভেঙে পড়ে। তবে একটি পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। এজন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলে নিয়ে এসেছি। হয়তো পড়ালেখা শেষ করতে পারলে, সে পরিবারের বড় মেয়ে হিসেবে সবার দায়িত্ব নিতে পারবে।

কেন্দ্র সচিব ফরিদুল ইসলাম বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। তবে তার বাবার জানাজা ১১টায় হওয়ায় সে আগে চলে যেতে চেয়েছিল। পরে শিক্ষক ও সহপাঠিরা বুঝিয়ে বললে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। এ সময় আমরা তাকে শোকাহত হতে দেখেছি।

স্থানীয় রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, বাবার লাশ বাড়িতে রেখে কষ্ট চেপে পরীক্ষায় অংশগ্রহণ করে রিপা আকতার। আমি তার প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক। রিপা অনেক বড় হোক এই কামনা করি।

মন্তব্য নেওয়া বন্ধ।