বায়তুশ শরফে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন শীর্ষক সেমিনার শনিবার

বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ‘মুসলিম মননে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শনের প্রভাব: পরিপ্রেক্ষিত একবিংশ শতাব্দী’ শীর্ষক সেমিনার।
শনিবার (২২ জুলাই) বিকেল ৫টায় নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়নতনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম আবদুল কাদির। সেমিনারে দেশবরেণ্য ইসলামি গবেষকদের সম্মিলন ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

আল্লামা ইকবাল আধুনিক চিন্তাবিদদের মধ্যে যুগান্তকারী হিসাবে পরিচিত। মুসলিম জাতির অধঃপতন তাকে পীড়া দিয়েছিল। আল্লামা ইকবাল এক সময়ের বিশ্ববিজয়ী মুসলিম জাতির অধোগতির কারণ খুঁজতে থাকেন প্রতিনিয়ত। ইসলামের শিক্ষাকে দেখেছেন বৈপ্লবিক দৃষ্টিকোণ থেকে। দেখিয়েছেন ইসলাম দার্শনিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুপ্রেরণা জাগিয়ে তুলে। কোরআন ইহজগৎ আর পরজগতের মধ্যে সমন্বয় সাধন করে মানবজীবনের সর্বোচ্চ মূল্যবোধসমূহের বাস্তব রূপায়ণের নির্দেশনা দেয়। ইকবালের সেই চিন্তাধারা শুধু মুসলিম জাতিকেই উদ্বুদ্ধ করেনি; বিশ্বের প্রগতিশীল মানবমনকেও আন্দোলিত করেছে। আধুনিক মুসলিম বিশ্বে জ্ঞানতাত্ত্বিক চর্চার যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে; তার যুগস্রষ্টা আল্লামা ইকবাল।

মন্তব্য নেওয়া বন্ধ।