সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য এবার চার গুণীজনকে সংবর্ধনা ও স্বর্ণপদক দিবে আধ্যাত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। আগামী ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে এই গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বর্ণপদকের জন্য মনোনীত চার গুণী ব্যক্তি হলেন- শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ডের (বেফাক) মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বরেণ্য শিল্পোদ্যোক্তা হিসেবে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, আরবি সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও মানবতাবাদী চিকিৎসক হিসেবে সকল শ্রেণির রোগীর কল্যান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যান সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার।
এ দিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরাবরের মতো এবারও পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ। ৮ রবিউল আউয়াল (২৪ সেপ্টেম্বর) থেকে ১২ রবিউল আউয়াল (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৮ রবিউল আউয়াল (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার বার্ষিক সাধারণ সভা, ৯ রবিউল আউয়াল (২৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর ছোটদের অংশগ্রহণে পাখ-পাখালির আসর, ১০ রবিউল আউয়াল (২৬ সেপ্টেম্বর) মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিবেদিত গজল, উর্দু-ফারসি ও বাংলা কবিতা আবৃত্তিতে শানে মোস্তফা (সা.) মাহফিল, ১১ রবিউল আউয়াল (২৭ সেপ্টেম্বর) গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান এবং ১২ রবিউল আউয়াল (২৮ সেপ্টেম্বর) আজিমুশশান ওয়াজ মাহফিল ও আখেরি মুনাজাত।
অনুষ্ঠানমালার সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ ও সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ।
মন্তব্য নেওয়া বন্ধ।