চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার পুঁইছড়ি এলাকায় বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। বালু পরিবহনের কাজে ব্যবহার হওয়া দুটি ট্রাকসহ তিন হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি
তিনি বলেন, জঙ্গল পুঁইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যক্তি প্রতিদিন বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেলে আমরা আজকে অভিযান যাই। অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি দুইটি বালুর ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। এসব আসাধুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস আনোয়ারসহ বাঁশখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
মন্তব্য নেওয়া বন্ধ।