বাসার সামনের নালায় মিললো শিশু আরাফাতের নিথর দেহ

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সী শিশু ইয়াসিন আরাফাতের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

সোমবার (২৮ আগস্ট) সকালের তার বাসার সামনের নালায় পাওয়া যায় আরাফাতের মরদেহ। এর আগে রোববার বিকেলে শিশুটি নালায় পড়ে তলিয়ে যায়। শিশু আরাফাত সাদ্দাম হোসেনের ছেলে।

আগাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। এক পর্যায়ে আজ সকালে আরাফাতের বাসার সামনের নালায় তার মরদেহ পাওয়া যায়।

এর আগে, ২০২১ সালের ৩০ জুন নগরের ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে অটোরিকশাচালক সুলতান ও যাত্রী খালেদা আক্তার নিহত হন। এরপর একই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক ব্যবসায়ী।

এছাড়া একই বছরের ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ এলাকায় ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া নালায় তলিয়ে যান। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নিখোঁজের দিন রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।