বাসের মাঝে পড়ে দুমড়ে মুচড়ে গেলো ২ অটোরিকশা, চালকসহ আহত ৫

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে শান্তি পরিবহনের একটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ২ অটোরিকশা। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জুন) নগরীর অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহেতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, অক্সিজেন মোড়ে হাটহাজারী থেকে আসা দ্রুতযান পরিবহনের একটি বাস যাত্রী ওঠানামা করছিল। এ সময় খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুইটি সিএনজি-চালিত অটোরিকশাকে ঠেলে নিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। দুই বাসের মাঝে পড়ে অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী ও চালকসহ ৫ জন আহত হয়। তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শান্তি পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।