চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় বাস চাপায় চট্টগ্রাম নগর পুলিশ-সিএমপির কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালক সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় সুজন দেকে গ্রেপ্তার করে করে র্যাব। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, পুলিশ সদস্য মারুফকে বাস চাপায় দিয়েই শুক্রবার রাতে চালক সুজন আত্মগোপনে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা জনতা তার সহযোগী সাজ্জাদ হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করেছিল।
ঘটনার পরই লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়েছিল। আসামি সুজন দে রাউজান ফকিরটিলা ইয়াছিন নগরের মৃত বিমল দের সন্তান।
তাকে লোহাগাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলেছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন:
লোহাগাড়ায় বাস চাপায় এবার প্রাণ হারালেন পুলিশ সদস্য
মন্তব্য নেওয়া বন্ধ।