বাড়বকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকালে বাড়বকুণ্ড শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হেলাল হোসেন (২৮)। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মো. সিরাজ মিয়ার পুত্র। বাড়বকুণ্ড এলাকায় আড়তে কাজ করতেন হেলাল।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি বলেন, আজ সকালে বাড়বকুণ্ড এলাকায় এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে ভোরের দিকে তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তার মাথা থেঁতলে গেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। এছাড়া লাশের পরিচয় এক মহিলা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।