বায়েজিদে ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

0

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকায় সানিহা আফরিন মুমু (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ জুন) সকালে বায়েজিদ নগর আবাসিকে এ ঘটনা ঘটে।

মুমু ওই এলাকার নূর আলমের মেয়ে। সে ডা. মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মুমুর খালাতো বোন সালমা বলেন, শুক্রবার সকালে বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ নগর আবাসিক এলাকার একটি ভবন থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ‘আত্মহত্যা’ মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।