বিএনপিকে দেশের জনগণ বিশ্বাস করে না—ভূমিমন্ত্রী

বিএনপিকে দেশের জনগণ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপে ভোগ্যপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ১৪৩টি মন্ডপে নগদ অর্থ ও ভোগ্যপণ্য প্রদান করেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপিকে দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। তাদের সঙ্গে দেশের জনগণ নেই। তারা সরকার পতনের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু তারা পারবে না। নির্বাচন যথা সময়ে হবে। বাংলার মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়ী করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়ীক রাষ্ট্রগঠনে বদ্ধপরিকর। কিন্তু বিএনপি-জামাত সাম্প্রদায়ীকতার সুর তুলে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই। জিয়াউর রহমান সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করেছেন, দেশের জনগণ তাদের এই স্বপ্ন কখনো পূরণ হতে দিবে না। বাংলার মানুষ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে মধ্যদিয়ে এই দেশ বিশ্বের অগ্রযাত্রায় নতুন ভাবে যুক্ত হতে যাচ্ছে। আনোয়ারাসহ চট্টগ্রাম উন্নয়নের নতুন রোডম্যাপে যুক্ত হতে যাচ্ছে। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামবে। নতুন প্রজন্মকে আমরা নতুন ইতিহাস দিয়ে যাব। এই টানেল দিয়েই দেশ স্মার্ট বাংলাদেশে যুক্ত হবে।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, বৈরাগের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ।

মন্তব্য নেওয়া বন্ধ।