বিএনপির অবরোধ—চট্টগ্রামে গাড়িতে রহস্যজনক আগুন

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ মাজার বাস কাউন্টার এলাকায় একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) পংকজ দত্ত চট্টগ্রাম খবরকে বলেন, ‘একটি মিনিবাস আগুন জ্বলেছে। তবে অগ্নিকাণ্ড নাকি অগ্নিসংযোগ তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এক পুলিশ কর্মকর্তা বলেন, কমিউনিটি সেন্টার কে স্কয়ার-এ একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে বাসটি আসে। এটিতে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল দেশব্যাপী বিএনপি’র হরতাল ছিল। আগামীকাল থেকে অবরোধ শুরু হচ্ছে এই ঘটনায় বিএনপির কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখছি আমরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস জ্বলার ভিডিও ছড়িয়ে পড়লে ছাত্রলীগ মিছিল বের করে। পাশাপাশি পুলিশ তৎপরতা বাড়িয়ে টহল জোরদার করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।