বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সৌদি আরবে সংবর্ধিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম সৌদি আরব কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংবর্ধিত হয়েছেন। দীর্ঘ সাড়ে ৮ বছর কারাভোগের পর সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফিজুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক, সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির যুগ্ম আহবায়ক মঈন চৌধুরী, সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, ফোরামের সহ-সভাপতি হাছান উল্লাহ, ফোরামের উপদেষ্টা ওলামা দলের সভাপতি আসহাব উদ্দিন, উপদেষ্টা খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার লোকমান, ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আবু বকর।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেজ আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসুদ সিকদার, নজরুল তালুকদার, ফয়েজ আহমেদ, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ ইকবাল, ওহিদুন্নবী, আব্দুল কাদের, শেখ ইসমাইল, মহিউদ্দিন প্রমুখ।

এসময় আসলাম চৌধুরী বলেন, পদ পদবীর আশা না করে দলের জন্য কাজ করে গেলে একদিন না একদিন দল মূল্যায়ন করবে। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ ভোমরা। বিএনপি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রবাসীদের জন্য ইতিবাচক নানা উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ। প্রবাসীদেরকেও দেশ এবং দলের সম্মানের বিষয়টি মাথায় রেখে সবসময় কাজ করে যেতে হবে।

পরিশেষে কারা নির্যাতিত আসলাম চৌধুরীকে সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।