বিএনপির মিছিলে পুলিশের বাধা, ওসির ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও যুবদলের মিছিল থেকে ইটপাটকেলের হামলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবী পুলিশের। এসময় তাদের হামলায় পুলিশের গাড়িও ভাঙচুর চালায় হামলাকারীরা। এঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী উত্তর পাশে পিএবি সড়কে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলিও ছোঁড়ে।
পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে চাতরী চৌমুহনী এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল ও গাড়ি ভাঙচুর চালাচ্ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের বাধা দিলে উল্টো পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায় নেতাকর্মীরা। এসময় ওসিসহ আহত হন পুলিশের বেশ কয়েকজন সদস্য।

ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বক্তারা ঘটনার জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাতরী চৌমুহনীর উত্তর পাশে দুপুরের দিকে বিএনপির ব‍্যানার ও পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে আমাদের ওপরে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ওসিসহ একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। আহত ওসি স্যারকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ডান চোখে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদ বলেন, ‘দুপুরে গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’

মন্তব্য নেওয়া বন্ধ।