বিএনপি-জামায়াত নেতাদের কর্মকাণ্ড পাগলের প্রলাপ বকার মতো: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি জামায়াত নাকি অবৈধ সরকার পতনের আন্দোলন করে বেড়াচ্ছে। এই সরকার যদি অবৈধ হয় তাহলে তারা এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবদার করছে কিভাবে? আসলে বিএনপি জামায়াত নেতাদের কর্মকাণ্ড পাগলের প্রলাপ বকার মতো। তারা কখন কি বলে, না বলে তা একমাত্র তারাই জানে।

বুধবার (১১ অক্টোবর) সকালে সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক কার্যালয়ে চত্বরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশব্যাপী বিএনপি জামায়াত চক্র আন্দোলনের নামে যে অরাজকতা নৈরাজ্য শুরু করেছে দেশের জনগণ তা মুখ বুঝে সহ্য করে আছে। যেদিন দেশের জনগণের ক্ষোভ বিষ্ফোরিত হবে সেদিন স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত নিশ্চিহ্ন হয়ে যাবে।

রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফর আলী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল। বক্তব্য রাখেন—রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকারিয়া পিন্টু, দপ্তর এসএম এস এম জাহাঙ্গীরসহ রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ সকল শাখার সভাপতি/সম্পাদকসহ রেল শ্রমিক লীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন উন্নয়নের ধারাবাহিকতা ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য রেলশ্রমিক লীগের নেতা কর্মীদের নিরলসভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।