বিএসআরএম কারখানায় শ্রমিক নিহত, লাশ নিয়ে সমঝোতা!

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় কাজ করার সময় ক্রেন থেকে মালামাল নামানোর সময় নিচে পড়ে লরি চাপায় আতিকুল ইসলাম শাহরিয়ার (১৮) এক শ্রমিক নিহত হয়েছে। থানায় কোনো মামলা ছাড়াই লাশ নিয়ে হয়েছে সমঝোতা!

নিহত শাহরিয়ার উপজেলার ইচাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের আমিন শরীফের ছেলে। তিনি বিএসআরএম কারখানায় সিজদা গ্রুপ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার চাচা জয়নাল বলেন, ‘আমার ভাতিজা বিএসআরএমের ক্রেনের হেলপার ছিলো। ক্রেন থেকে মালামালা নামানোর সময় পা পিছলে নিছে পড়ে যায়। পরে একটি লরি গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়।’

বিএসআরএম মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘শ্রমিক নিহতের ঘটনা সত্য। তিনি বিএসআরএম কোম্পানীর শ্রমিক না।’

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, লাশ সমঝোতার মাধ্যমে পরিবার নিয়ে গেছে। ওই ঘটনায় কোনো মামলা দায়ের হয় নাই।

মন্তব্য নেওয়া বন্ধ।