বিএসপিআইয়ে ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) কম্পিটিশনে বিএসপিআইয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চত্বরে স্থাপিত ২৫টি স্টলে ২৫টি প্রজেক্ট উপস্থাপন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপসচিব) মো. আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁথিগত বিদ্যার বাহিরে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন এবং অবদান রাখতে পারবে।

তিনি আরও বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, কারিগরি প্রশিক্ষণকে জনপ্রিয় করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি প্রজেক্টের অর্থায়নে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে এই ইনস্টিটিউট লেভেল স্কিল কম্পিটিশনের আয়োজন করা হয়েছে।

বিএসপিআইয়ের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে স্কিল কম্পিটিশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই লাম্বার প্রসেসিং ইউনিটের সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) নির্বাহী প্রকৌশলী ইমাম ফখর উদ্দিন রাজী।

আলোচনা সভায় ওয়ার্ল্ড এডুকেশন বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম সেন বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ, দক্ষতার বহুমুখী ব্যবহার ও জ্ঞানের উৎকর্ষতা সাধনে করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিএসপিআইয়ের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। উদ্বোধনের আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাদের নতুন নতুন উদ্ভাবনী দেখে মুগ্ধ হন।

মন্তব্য নেওয়া বন্ধ।