বিজয় দিবসকে ঘিরে আনোয়ারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ম্যারাথন শেষ হবে উপজেলা চত্বরে এসে।

এ নিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এক সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন, মুক্তিযোদ্ধা কমান্ডর আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ, চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, এম.এ কাইয়ূম শাহ্, কলিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, সাংবাদিক নুরুল ইসলাম, মোরশেদ হোসেন প্রমূখ।

ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণ ও বিজয় দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথমবারের মত আনোয়ারা উপজেলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজই রেজিষ্ট্রেশনের শেষদিন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় উপজেলা মাঠ হতে বঙ্গবন্ধু টানেল সড়ক পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে ১০ কিলোমিটার দূরত্বের এই দৌড়ের সময়সীমা ১ ঘন্টা ৪০ মিনিট। ১ম ক্যাটাগরিতে অংশ নিবে ৪৫ বছর বয়সের উর্ধ্বের প্রতিযোগিরা। ২য় ক্যাটাগরিতে ১৮ থেকে ৪৫ বছর। ৩য় ক্যাটাগরিতে ১৪ থেকে ১৮ বছর বয়সীরা অংশ নেবে। প্রত্যেক প্রতিযোগী ৫১০ টাকা দিয়ে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

মন্তব্য নেওয়া বন্ধ।