বিজিবির অভিযানে ৩ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

0

রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ গোল কাঠ আটক করা হয়েছে। যারমধ্যে ২৫১ সিএফটি সেগুন এবং গামারী গোল কাঠরয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশত টাকা বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের একটি বিশেষ টহল দল এবং কাঠালতলী ক্যাম্পের এপিবিএন এর সদস্যসহ রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকার ঠেকাপাড়া বউ বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় চোরা কারবারির সদস্যরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বউবাজারে অবৈধভাবে স্থাপিত মো. বেলাল হোসেন (৩০) এর স’মিলের সামনে কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো জব্দ করা হয়।

জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।