মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মহান মুক্তিযুদ্ধের ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ মাঠে এই বিজয় মেলা শুরু হয়েছে।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার সপক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমরা সবাই কাজ করে যাব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রধান সমন্বয়ক রেজাউল করিম মাষ্টার বলেন, মেলায় দেশি পণ্যের শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন মেলার মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন থাকবে।

যুবলীগ নেতা মোশাররফ এইচ সাগরের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার সপক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমরা সবাই কাজ করে যাব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম হুমায়ুন, এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, কামরুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm