ওরা পাঁচজন খুব ভাল বন্ধু। একজন আরেক জনকে ছাড়া কখনো বের হয় না। খেলাধুলা, স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, ঘুরাঘুরি থেকে শুরু করে সব জায়গায় তারা এক সাথে থাকে।
খেলতে গিয়ে হঠাৎ আদরের পা যায় ভেঙ্গে। তারপর সে আর খেলতে যেতে পারে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না। বিষয়টি নিয়ে তাদের সবারই মন খুব খারাপ। ওই মুহূর্তে তারা একাট বুদ্ধি বের করে এবং সেটা কাজে লাগিয়ে সফল হয়।
এমনি ঘটনা নিয়ে আহমেদ কামাল আফতাবের রচনায় অরিন্দম মুখার্জি বিংকুর প্রযোজনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করল শিশুদের নিয়ে নাটক ‘ইচ্ছে পূরণ’।
নাটকটিতে অভিনয় করেছে শিশু শিল্পী রাহা, অপরুপ, নায়েম, সপ্ন, অপসরা প্রমুখ।
নাটকটি আগামী ১৯ ফেব্রুয়ারী বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে। নাটকটি সবার ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।
মন্তব্য নেওয়া বন্ধ।