বিতর্কিত সেই অমর বণিকের নিয়োগ স্থগিত করল সিন্ডিকেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মনোবিজ্ঞান বিভাগের বিতর্কিত অমর বণিকের নিয়োগ সুপারিশ স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৪৫ তম সিন্ডিকেট সভায় নিয়োগের এ সুপারিশ বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সিন্ডিকেটের নির্দেশে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটি প্রতিবেদনে অমর বণিকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হলে তাকে মনোবিজ্ঞান বিভাগের শূন্যপদে নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উপাচার্যের অনুমোদন ছাড়া তদন্ত কমিটির বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি রেজিস্ট্রার।

বিশ্ববিদ্যালয়ের ৫৪৫ তম সিন্ডিকেট সভা সোমবার (৩০ অক্টোবর) ও মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর বিতর্কিত সেই নিয়োগ নিয়ে চট্টগ্রাম খবরে—‘নকল করে ধরা পড়া শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে চবি প্রশাসন!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সভায় এ নিয়োগ স্থগিত করে সিন্ডিকেট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, মনোবিজ্ঞান বিভাগে দুটি বিজ্ঞাপিত পদে দুজনকে নিয়োগ দেয়া হয়েছে। একটি বিষয়ে বিতর্ক ছিল সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। তদন্ত কমিটি যদি অডিট করে পায় যে ছেলেটি অপরাধী নয় তাহলে তাকে বিভাগটির শূন্যপদের বিপরীতে নিয়োগ দেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।