বিদেশ থেকে আসা বিএসআরএম ফ্যাক্টরীর স্ক্র্যাপে মিললো ‘মর্টার শেল’

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএসআরএমের একটি কারখানায় বিদেশ থেকে আমদানীকৃত স্ক্র্যাপ লোহা থেকে দুইটি আর্টিলারি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে মর্টার শেল দুইটি পুলিশ পরিদর্শক মো. আফতাফ হোসেনের নেতৃত্বে মহানগর পুলিশের সিএমপি বোম ডিস্ফোজাল টিম নিস্ক্রিয় করেন।

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে আমদানীকৃত স্ক্র্যাপ লোহার সাথে ২টি আর্টিলারী মর্টার শেল আসে। ফ্যাক্টরীতে স্ক্র্যাপ লোহার সাথে মর্টার শেল দুইটি দেখতে পেয়ে বিষয়টি থানাকে অবহিত করা হলে বোম দুইটি নিস্ক্রিয় করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিএসআরএম কারখানায় স্ক্র্যাপের সাথে বিদেশ থেকে দুইটি মর্টার শেল আসে। বিষয়টি আমাদের জানালে আমরা সিএমপি’র বোম ডিস্ফোজাল টিম এসে তা নিস্ক্রিয় করে। এঘটনায় কোন ধরণের দুর্ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm