লংগদু জোনের অন্তর্গত র্যাংকাইজ্জা প্রাথমিক বিদ্যালয় ও ডাঙ্গাবাজার এলাকায় লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণের পাশাপাশি রক্ত চাপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষাসহ স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করেছে সেনাবাহিনী।
জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় রাঙামাটির লংগদু উপজেলায় বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার দিক নির্দেশনায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল।
বিনামূল্যের চিকিৎসা সেবায় বিভিন্ন এলাকার প্রায় ১৭০ জন চিকিৎসা বঞ্চিত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী এ সেবা গ্রহণ করেন।
সুবিধাভোগীরা লংগদু জোনের বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।