প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শরীফ উল্যাহ ইউএনও হিসেবে লোহাগাড়ায় ২০২২ সালের ১২ মে যোগদান করেন। এরপর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
ইংরেজি ভোকাবুলারি মজবুত করতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তার ব্যতিক্রমী উদ্যোগ ‘এভরিডে থ্রি ওয়ার্ড’ ও‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ চালু করেন। সেখানে সঠিক উত্তর দাতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন উইনার্স ব্যাগ। এসব কার্যক্রমের মাধ্যমে মফস্বলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তাঁকে মনোনীত করা হয়।
উল্লেখ্য, গেল ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইউএনও শরীফ উল্যাহ।
মন্তব্য নেওয়া বন্ধ।