বিয়ের আসরে বর আসার আগেই পালালেন কনে!

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চলছিলো বিয়ের আয়োজন। দূর-দুরান্ত থেকে ছুটে এসেছেন দুই পক্ষের লোকজন। খাওয়া দাওয়াও শেষ হয় ৮শ লোকের মধ্যে প্রায় ২৫০ লোকের। মালা বদলের জন্য বর বাড়িতে নিচ্ছিল প্রস্তুতি আর কনে গেল সাজতে পার্লারে। আর এমন সময় খবর আসে সাজতে গিয়ে পালিয়ে গেছেন কনে!

শুক্রবার (৩ মে) বিকেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি এলাকার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারে এমন ঘটনা ঘটে। এমন ঘটনায় হতবাক হয়ে যান দুপক্ষের পক্ষের লোকজন। ভেঙ্গে পড়েন কনের পরিবারের সদস্যরাসহ নিকটাত্মীয়রা।

উভয়পক্ষের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়। উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া ও বারশত ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকার বর-কনের বিয়ের আয়োজন চলছিলো। বিকেল কমিউনিটি সেন্টারে ৫টার দিকে বর ও কনে পক্ষের লোকজন সালিশি বৈঠকের মাধ্যমে ঘটনাটি সমাধান করেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা।

কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ জানান, সাজতে গিয়ে কনে পালানোর খবর শুনে মেয়ের পিতা এবং মা স্ট্রোক হওয়ার খবর শুনেছি। কোনো পরিবারই এমন ঘটনা কখনও কাম্য করে না। সত্যিই দুঃখজনক ঘটনা এটি। আমাদের কমিউনিটি সেন্টারে এটায় প্রথম ঘটনা।

মন্তব্য নেওয়া বন্ধ।