কক্সবাজারের চকরিয়ায়ে এক কিশোরীর মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে সাড়া না পেয়ে এক নাবালিকা কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ফরহাদুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভু্ক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। গ্রেপ্তার ফরহাদ চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম চাম্বল গ্রামের মো. ইউনুছের ছেলে।
র্যাব-০৭ জানায়, কক্সবাজারের চকরিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তার এক মেয়ে গত ১২ আগস্ট অপহৃত হন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চকরিয়া থানায় অপহরণকারী ফরহাদসহ কয়েকজন সহযোগীকে আসামি করে একটি অপহরণের মামলা করেন।
পরে মেয়েকে উদ্ধারে তিনি র্যাব-০৭ এ লিখিত অভিযোগ দেন। এর পর গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার চট্টগ্রামে ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরহাদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার, অপহরণকারী ফরহাদুল অপহৃতের দুসম্পর্কের আত্মীয় হয়। ফরহাদুল কিছুদিন পূর্বে তার মা বাবাকে দিয়ে ভু্ক্তভোগীর মায়ের কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। ভু্ক্তভোগী অপ্রাপ্ত বয়স্ক এবং অধ্যায়নরত থাকায় তার মা বিবাহ দিতে অসম্মতি প্রকাশ করে।
তিনি বলেন, এতে ফরহাদুল ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর মাকে হুমকি দেয় যে, কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে ফরহাদ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চকরিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।