বিয়ের ২ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রায়হান নওশাদ

চট্টগ্রামের আউটার রিং রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রায়হান নওশাদ নামের এক যুবক। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন গণমাধ্যম কর্মী রিমন শাখাওয়াত।

রায়হান নওশাদ মাত্র ২ দিন আগে আকদ পড়েছেন।

রায়হানের মৃত্যুতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসছে।

রাত ৯টায় এই প্রতিবেদন লিখার সময় রায়হানের লাশ চমেক হাসপাতালের মর্গে ছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।