বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মানে পার্কভিউ হসপিটালের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান মাসে রমজানের মহত্ত্ব এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভাতৃত্ববোধ ছড়িয়ে দিতে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের সৌজন্যে পার্কভিউ হসপিটাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার (২১ মার্চ) পার্কভিউ হসপিটাল কনফারেন্স হলে।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এর সভাপতিত্বে এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডা. এ.কে.এম ফজলুল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ.ক.ম আব্দুল কাদের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

ইফতারের আগে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন অধ্যাপক আ.ক.ম আব্দুল কাদের এবং দেশ ও হসপিটালের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান তার বক্তব্যে পার্কভিউ হসপিটালের বিভিন্ন কর্মকান্ড ও চট্টগ্রামের সর্বাধুনিক পার্কভিউ ক্যাথল্যাব নিয়ে অলোচনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।