ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ চাহিদা সম্পন্ন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন জামা বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক রেজাউল করিম। শনিবার (২৩ এপ্রিল) নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করা সংগঠন পরশের সহযোগিতায় ‘এসো মানুষের জন্য কিছু করি’ সংগঠনের উদ্যোগে নতুন জামা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে চবির সহযোগী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এস এম খালেদ বাবলু, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, নেছার আহমেদ খান, শিক্ষক আব্দুস সামাদ, পরশের সভাপতি আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে আবু সুফিয়ান বলেন, সমাজের সকল মানুষকে সাথে নিয়ে পবিত্র ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আত্মতুষ্টি মিলে। এজন্য সামর্থ্যবানদের সহযোগী অধ্যাপক রেজাউল করিমের মত উদ্যোগী হয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, ঈদের খুশিকে আরো বেশি রঙিন করতে পারে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটানো গেলে। তাই সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে ও তাদের ঈদের আনন্দ বাড়াতে আমাদের এই উদ্যোগ। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নির্দেশে গত দুই বছর ধরে এ ধরনের কাজগুলো করছি।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।