রাঙামাটি পার্বত্য জেলা রোভার স্কাউটস’র সম্পাদক নুরুল আবছারকে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে ইউনিট লিডার হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ স্কাউটস মনোনীত করেছেন। আগামী ১-১২ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ার স্যামানগুম সিটিতে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। বিশ্ব স্কাউট জাম্বুরিতে বিশ্বের প্রায় ১১২টি দেশের স্কাউট, রোভার, গার্ল ইন রোভার ও স্কাউটার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে একটি স্কাউট কন্টিনজেন্ট এই জাম্বুরিতে অংশ নিবেন।
রাঙামাটি জেলা রোভার স্কাউটস’র সম্পাদক নুরুল আবছারিএর আগে ২০তম বিশ্ব স্কাউট জাম্বুরি থাইল্যান্ড, ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরি জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান স্কাউট জাম্বুরি, ভারত, সার্ক স্কাউট জাম্বুরি, পাকিস্তান, ৪র্থ ও ৫ম পাকিস্তান স্কাউট জাম্বুরি, এশিয়া প্যাসিফিক জাম্বুরি, সানসো জাম্বুরি, এশিয়া প্যাসিফিক কমডেকা, জাতীয় স্কাউট জাম্বুরি, জাতীয় রোভার মুট, ক্যাম্পুরী, অ্যাগোনরীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পার্বত্য অঞ্চলের স্কাউট আন্দোলনে তার ভূমিকা খুবই প্রশংসনীয়। তিনি স্কুল জীবনে কাব ও স্কাউট লিডার ছিলেন। কলেজ জীবনে তিনি সিনিয়র রোভার মেট হিসেবে প্রশংসা লাভ করেন। তিনি জেলা স্কাউটসের কমিশনার ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা রোভার স্কাউটস সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পার্বত্য অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণে তিনি অগ্রপথিক।
মন্তব্য নেওয়া বন্ধ।