চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে আরও ১২টি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় গবাদি পশুগুলো মারা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির বর্জ্য শোধন ব্যবস্থা থাকলেও তা না করে সরাসরি খালে ফেলায় খালের পানি বিষাক্ত হয়ে যায়। যা পান করে হরহামেশাই গবাদু পশু মারা যাচ্ছে। এর আগে গত বছরের এপ্রিলে ১৪টি এবং একই বছর এই কারখানার বর্জ্য মিশ্রিত খালের পানি পান করে আরও ১২টি মহিষ মৃত্যুর অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার (৯ মার্চ ) সন্ধ্যায় ভুক্তভোগী ও স্থানীয় জনগণ মৃত গরু–মহিষগুলো নিয়ে ডিএপি সার কারখানার সামনে বিক্ষোভ করেন। এসময় কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিও জানান তারা। তবে ডিএপির ফেলা বর্জ্য মিশে পানি বিষাক্ত হওয়ার বিষয়টি মানতে নারাজ ডিএপি কর্তৃপক্ষ। তবে তোপের মুখে ডিএপি সার কারখানার পক্ষ থেকে মৃত গরু– মহিষগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, সিইউএফএল তিন মাস ধরে বন্ধ। কারখানা এখন উৎপাদনে নেই। আমাদের বিষাক্ত পানি বের হওয়ার প্রশ্নই উঠে না।
ডিএপি সার কারখানার মহা ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমাদের কারখানা থেকে যে পানি বের হয় তাতে পশুর মৃত্যুর সম্ভাবনা নেই। তারপরও মৃত পশুগুলো পোস্টমর্টেম করে দেখে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।