বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ পেলেন জয়া—কেপিএম স্কুলে খুশির বন্যা

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস স্কুল এন্ড কলেজ (কেপিএম)। ২০১০ সাল পর্যন্ত ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন মেধাবী ছাত্রী জয়া ধর মুমু। স্কুল জীবনে যেমন ছিলেনে ভালো ছাত্রী স্নাতকের পর প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও দিয়েছেন মেধার প্রমাণ। ৪০তম বিসিএসের পর এবার ৪১তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে প্রকাশিত ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন জয়া ধর মুমু। তার পিতা অমলেন্দু ধর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক।

জয়া ধর মুমু ৪০তম বিসিএস পরীক্ষায় প্রাণীসম্পদ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে বর্তমানে ভোলা জেলার লালমোহন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। তবে প্রশাসন ক্যাডারের প্রতি ছিলো তার প্রবল আগ্রহ। আর এবার সেই আশাও পূরণ হলো।

এদিকে জয়া ধরের এমন সাফল্যে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। বিশেষ করে কেপিএম স্কুলের সাবেক-বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। সকলের আশা জয়া ধর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশের জন্য কাজ করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।